About Us
About AbroadStudy.xyz
Wellcome to abroadstudy.xyz
abroadstudy.xyz তৈরি করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে - যেন যেসব student হাজার হাজার টাকা খরছ করেও IELTS Exam এ তাদের প্রয়োজনীয় Score তুলতে সক্ষম হচ্ছে না তাদের কে ফ্রিতে Guidelines ও প্রয়োজনীয় Tips and Tricks শেয়ার করার জন্য যেন তারা তাদের স্বপ্ন পূরন করতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে IELTS যেন তাদের বাধা হয়ে না উঠে।
পাশাপাশি abroadstudy.xyz সে সকল Students দেরকে নিয়ে ভিষণ ভাবে সংকল্পবদ্ধ যারা IELTS EXAM কৃতিত্ব সহকারে উত্তির্ন হওয়ার পর উন্নত দেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে চায়। এই পর্যায়ে এসে অনেক শিক্ষার্থী Information এর অভাবে তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে, এবং অনেকে অনেক কথিত অসাধু Agency এর লোভনীয় Trap এ পড়ে সব হরায় - অর্থ, সময়, সুবিধা -। আমরা Student দেরকে তাদের স্বপ্নের দেশে - আমেরিকা, কানাডা, ইউরোপ ইত্যাদি - উচ্চশিক্ষার সঠিক তথ্য দিয়ে সহায়তা করি যেন তারা নিজের Processing নিজেই ঘরে বসে করতে পারে।
এছাড়াও আমার Students দেরকে জিবনে সফল হবার জন্য আবশ্যকিয় Skills and qualifications অর্জন করার জন্য তাগিদ দিয়ে থাকি। আর এসব আমার আমাদের experienced special team দিয়ে করিয়ে থাকি যাদের অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে। আমরা সব সময় Students দেরকে সঠিক ও Updated তথ্য দিয়ে থাকি এবং তাদের মঙ্গল কামনা করি।