স্পেনে উচ্চশিক্ষা, পার্ট টাইম জব, টিউশন ফি বিস্তারিত সকল তথ্য | Study In Spain From Bangladesh
স্পেনে উচ্চশিক্ষা
স্পেন ইউরোপের অন্যতম একটি দেশ। স্পেন প্রাকৃতিকভাবে যেমন অত্যান্ত সুন্দর একটি দেশ তেমনি এই দেশটি ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। এদেশে রয়েছে পৃথিবী তথা ইউরোপের অনেক পুরনো বিশ্ববিদ্যালয়। যুগ যুগ ধরে ইউরোপ এই অন্যতম দেশটিকে আকৃষ্ট করছে হাজার হাজর মানুষ। দেশটি সেনজেন ভুক্ত একটি দেশ সুতরাং আপনি Spain এর Student Visa পেলে সেনজেনের সব দেশে ঘুরতে পারবেন। এছাড়াও আপনার Study শেষ করে আপনি চাইলে সেনজেনের অন্যান দেশে Move করতে পারবেন যেখানে তুলনামূলক কাজের সুবিধা ও ইনকাম বেশি। আজকের এই পোস্টে আমরা স্পেনে উচ্চশিক্ষার বিস্তারিত তথ্য শেয়ার করবো, অর্থাৎ স্পেনে ইউনিভার্সিটি Admission থেকে শুরু করে স্পেনের স্টুডেন্ট ভিসা র জন্য Apply করা পর্যন্ত।
Study In Spain From Bangladesh
স্পেনে উচ্চশিক্ষার সুবিধা
উচ্চশিক্ষার জন্য স্পেন international student দের কাছে অনেক আগ থেকেই বেশ জনপ্রিয়। প্রতিবছর স্পেনে হাজরো স্টুডেন্ট আসে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পুরন করার জন্য। শিক্ষার্থীদের স্পেন কে তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে চয়েজ অনেক কারন রয়েছে। প্রথমত স্পেন ভুমধ্যসাগরের অববাহিকায় প্রাকৃতিক সুন্দর্যের অপরুপ লীলাভূমি। তাই এদেশে প্রতিবছর Summer এ হাজারো Tourist ভিড় জমায়। এদেশের দেশজ ইনকামের একটি বড় অংশ আশে টুরিজম সেক্টর থেকে। এছাড়াও এদেশের শিক্ষার মান ইউরোপের অন্যান দেশের থেকে উন্নত। স্পেনে উচ্চশিক্ষার অন্যতম একটি কারন হলো কম খরচে উন্নত শিক্ষা লাভ করার সুযোগ। আমরা সবাই প্রায় স্পেন কে চিনি কারন এটি ফুটবলের জন্য অনেক জনপ্রিয়।
স্পেনে উচ্চশিক্ষার requirement
যারা Bechelor এ স্পেনের University গুলোতে পড়তে চান তাদের জন্য ও সুযোগ রয়েছে। আপনারা প্রথমে HSC Exam কমপ্লিট করতে হবে। Hsc এর Result অবশ্যই ৩.৫০ এর উপরে থাকতে হবে এর কম হবে না। কিন্তু ২/৩ টি University তে ৩.৫০ এর কম result দিয়েও Acceptance পাওয়া যায়। কিন্তু ৩.০০ এর নিচে হলে Acceptance পাবার সম্ভবনা খুবই কম। আর Ielts এ ৫.৫ অথবা ৬.০০ পেলেই হবে যেটি অন্যান দেশ থেকে তুলনামূলক কম। আর যারা Spanish language এ তাদের কোর্স complete করতে চান তাদের B1 থেকে B2 Complete থাকা লাগবে।
আর যারা মাস্টার্সে পড়তে চান তারা hsc তে bechelor করতে যা লাগব তা হলেই হবে। আর Bechelor এ অবশ্যই আপনাকে ২.৭০ এর উপরে অবশ্যই থাকতে হবে। আর Ielts এর ক্ষেত্রে আপনাকে ৬.৫ থেকে ৭ পেতে হবে। Ielts এ একটু বেশি লাগবে কারন আপনি মাস্টার্সে পড়তে যাবেন।
স্পেনে স্টুডেন্ট ভিসা
এখন আমরা আলোচনা করবো স্পেনে উচ্চশিক্ষার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন। স্পেন নয় পৃথিবীর প্রায় সব দেশে পড়তে মোটামুটি প্রায় একই ধরনের ডকুমেন্টস দরকার হয় আর সেগুলো হলো।
(১) পাসওয়ার্ড
(২) অফার লেটার
(৩) সিভি
(৪) ব্যাংক স্টেটমেন্ট
(৫) সোর্স অব ফান্ড
(৬) পুলিশ ক্লিয়ারেন্স
(৭)ট্রান্সক্রিপ্ট
(৮) মোটিভেশনাল লেটার
(৯) ছবি
(১০) ব্যাংক সলভেন্সি
স্পেনে উচ্চশিক্ষার খরচ
স্পেনে উচ্চশিক্ষার জন্য খরচ তেমন হয় না। এখানে এভারেজ টিউশন ফি ২০০০ থেকে ৫০০০ ইউরো। এছাড়াও application fee, embassy fee, insurance fee, Plane fare, accommodation cost, সব মিলিয়ে ৭/৮ লাখের মধ্যেই হয়ে যাবে। তাই যারা এই টাকা চালাতে পারবেন তারা অবশ্যই সেনজেনের এই দেশটিকে টার্গেট করতে পারেন উচ্চশিক্ষার জন্য।
স্পেনে টিউশন ফি
স্পেনের টিউশন ফি সাধারণত ২ থেকে ৫ হাজার ইউরো এর মত হয়ে থাকে। কিন্তু আপনি যদি Bercolona কিংবা Madrid এর মত city তে পড়তে চান তাহলে একটু বেশি খরচ পড়বে। আর যদি ছোট city বা country side এ পড়ে থাকেন তাহলে আরো কম খরচে পড়া যাবে।
ব্যাচেলরে স্পেনে টিউশন ফি
ব্যাচেলরে প্রত্যেকটি কোর্স ৩ থেকে ৪ বছরের হয় থাকে৷ প্রত্যেকটি টি কোর্স কমপ্লিট করতে Yearly 4000 euro এর মত তথা ৪ বছরে ১৬০০০ euro এর মত খরচ হবে। আর তিন বছরের কোর্সে yearly 12000 euro এর মত খরচ হবে। কিন্তু আপনি যদি কোন প্রকার Scholarship পেয়ে থাকেন তাহলে এই খরচ কমানো সম্ভব।
ব্যাচেলরে স্পেনে মোট খরচ
উপরোক্ত টিউশন ফি এর পাশাপাশি আপনার বই খরচ yearly 100 to 300 ইউরো এর মত লাগবে। এছাড়াও monthly আপনার acomodation fee লাগবে ৩০০ থেকে ৫০০ ইউরো কিন্তু যদি student dormitory তে থাকেন তাহলে ২০০ ইউরো দিলেই হবে। আর খাবার এর জন্য আপনাকে monthly 200 euro এর মত লাগবে।
মাস্টার্সে স্পেন টিউশন ফি বিভিন্ন factor এর উপর vary করে। যদি আপনি European Union or EEA এর citizen হোন তাহলে আপনাকে ১ থেকে সর্বোর্চ্চ ৪ হাজার ইউরো টিউশন ফি yearly দিতে হবে। কিন্তু আপনি যদি অন্য Area এর student হয়ে থাকেন তাহলে আপনাকে বছরে আরো বেশি টিউশন ফি দিতে হবে। স্পেনের পাবলিক ইউনিভার্সিটিতে বাৎসরিক ১ থেকে ৬ হাজার ইউরো টিউশন ফি হয়ে থাকে। আর প্রইভেট এ আরো বেশি হয়ে থাকে। সাধারণত স্পেনের প্রাইভেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে বছরে ৬ থেকে ২০ হাজর ইউরো টিউশন ফি দিতে হয়। আর আপনি যদি Specialised কোন Programme যেমন Masters In Medicine আথবা Law এরকম কোন কিছু পড়তে চান তাহলে আপনাকে তূলনামূলক বেশি খরচ করতে হবে MBA অথবা Humanities এর কোন Subject থেকে।
মাস্টার্সে স্পেনে মোট খরচ
স্পেনে উচ্চশিক্ষার ক্ষেত্রে Specially মাস্টার্সে টিউশন ফি ছাড়া আর তেমন কোন বড় খরচ নাই। টিউশন ফি এর পাশাপাশি আপনাকে আরো কিছু খরচ বহন করতে হবে যেমন Spain Student Visa Processing খরচ এবং আপনার Plane Fare, Accommodation এছাড়াও রয়েছে আপনার Food Cost, book cost, University Seminar Cost, Transportation cost এসব খরচ সবগুলো সবার না লাগলেও আপনার Aware থাকা উচিত।
স্পেনে জব পাওয়ার উপার
Spain এ part time job পেতে হলে নিচের Source গুলো কাজে লাগবে :
University Career Services
Online Job Portals - Infojobs, Linkdin
Networking
Local Business
Freelancing
Social Media
স্পেন পার্ট টাইম জব
Spain এ students রা সাধারণ অনেক ধরনের কাজ করে থাকে তাদের পড়ালেখা কে Support করার জন্য। এসব কাজের জন্য তারা ঘন্টা হিসেবে বেতন পায় যা দিয়ে তারা তাদের Living cost এবং টিউশন ফি মেনেজ করে। স্পেনে স্টুডেন্টদের কাজের লিস্ট দেয়া হলো
Retail Jobs
Cashier In Supermarket
Cashier In Shops
Hospitality Job
Waiter at Cafe and resturent
Bartender at bars
Kitchen assistant at resturent
Receptionist
Touring Jobs
English Private
Math Private
Administrative Jobs
Office Assistant
Data entry Clerk
এছাড়াও Babysitter, Call centre job সহ নানান Job করার সুযোগ রয়েছে।
স্পেনে পার্ট টাইম জব করে কি টিউশন ফি দেয়া যাবে
Spain এ আপনি ঘন্টায় ১০ ইউরো এর বেশি ইনকাম করতে পারবেন বড় শহরে। সুতরাং আপনি যদি Daily 40 ইউরো ইনকাম করতে পারেন তাহলে মাসে ১২০০ ইউরো ইনকাম করা সম্ভব। আপনার Living Cost ৬০০ থেকে ৭০০ ইউরো এর মত হবে আর বাকি টাকা আপনি Save করে এবং Vacation এ যদি Full time করতে পারেন তাহলে Tuition fee দেওয়া সম্ভব।
স্পেনে যেতে ব্যাংক স্টেটমেন্ট কত লাগে
স্পেন সহ পৃথিবীর প্রায় সব দেশে পড়তে হলে ব্যাংকের ডকুমেন্টস দেখানো লাগে। একটি নির্দষ্ট পরিমাণ amount নির্দষ্ট দিনের জন্য ব্যাংকে Show করতে হয়। স্পেনের ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়। আপনাকে ১৮ থেকে ২০ লক্ষ টাকা ব্যাংকে দেখাতে হবে। এর কম দেখালে হবে না এমন। কিন্তু চেষ্টা করবেন বেশি দেখাতে। এছাড়াও amount এর একটা maturity থাকা লাগবে। যেমন বেশির ভাগ ক্ষেত্রে ৩/৬ মাসের maturity থাকলেই হয়। আর যিনি sponsor হবেন তার monthly একটা handsome পরিমান ইনকাম দেখাতে হবে। Spanish embassy recommend করে sponsor এর monthly income যেনো ৭০০ ইউরো এর মত হয়ে থাকে। সুতরাং চেষ্টা করবেন এর উপরে দেখাতে কোন ভাবেই এর নিচে দেখানো যাবে না।
আরো পড়ুন : আমেরিকার সেরা ১২ টি স্কলারশিপ