আমেরিকার সেরা ১২ টি স্কলারশিপ | আমেরিকায় ফ্রিতে পড়াশোনা করার উপায়

উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক বাধা অতিক্রম করা অনেক Student এর জন্য অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে, কিন্তু Scholarship গুলো ইউনিভার্সিটি গুলোর ঋণের ভোজা না নিয়ে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরন করতে আশার আলো জ্বালিয়ে দেয়। যুক্তরাষ্ট্র এমন একটি গন্তব্য উচ্চশিক্ষা প্রার্থী শিক্ষার্থীদের জন্য যেখানে রয়েছে ১০০ এরও বেশি Scholarship Program জীবনের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য। Usa এর প্রত্যেকটি Scholarship ডিজাইন করা হয়েছে শিক্ষার্থী Academic excellence এর কথা গুরুত্ব দিয়ে যেন শিক্ষার্থীদের Financially সমস্যা নিবারণের জন্য। আজকের এই post এ আমরা আমেরিকার ১২ টি সেরা স্কলারশিপ এর কথা আলোচনা করবো যেগুলো আপনার পড়ালেখা Complete করতে সাহায্য করবে বিশ্বের নামীদামী প্রতিষ্ঠানে। এই স্কলারশিপগুলো শুধুমাত্র আপনাকে একটি উল্লেখযোগ্য পরিমান অর্থ দেওয়ার মাধ্যমে সহায়তা করবে শুধু তাই না বরং আপনার জন্য বিশ্বের Top Class ইউনিভার্সিটিগুলোর দর্জা খুলে দিবে, এছাড়াও আপনি একটি professional Network এর সাথে সংযুক্ত হতে পারবেন যেটি আপনার Future success এ অনেক বড় ভূমিকা রাখবে, এছাড়াও আপনার জীবন পরিবর্তন করার মত কিছু অভিজ্ঞতা ও জ্ঞান দান করবে। আমাদের এই লিস্টে যারা Hsc শেষ করে মাত্র কলেজে উঠবে তাদের জন্য আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ রয়েছে এছাড়াও যারা Graduate ও মাস্টার্স Program এ আবেদন করবে তাদের জন্যও রয়েছে। সুতরাং, প্রত্যেকটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন, স্কলারশিপ এর requirement বুঝুন এবং আপনার জন্য যেটি Best হবে সেটিতে আবেদন করুন।

আরো পড়ুন : বিদেশে পড়তে কি কি কাগজপত্র লাগে


আমেরিকায় স্কলারশিপ

আমেরিকায় স্কলারশিপ

আমেরিকায় অসংখ্য স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপ গুলো সাধারণত তিনটি উৎস থেকে এসে থাকে। 

  • Government 

  • Private Organisation 

  • University 


আমেরিকান গভমেন্ট স্কলারশিপ : এই স্কলারশিপগুলো ফান্ডিং সরাসরি US Government করে থাকে। এই স্কলারশিপ গুলো সাধারণত সব কিছুর খরছ কাভার করে থাকে যেমন Tuition fee, Accommodation, Food, Book, এছাড়াও Monthly একটি Allowance ( ভাতা) দিয়ে থাকে। আমেরিকার গভারমেন্ট বৃত্তি পাবার জন্য আপনার Student profile তূলনামূলক ভালো হতে হবে কারন এখানে প্রতিযোগীতা তূলনামূলক বেশি। আপনার GPA / CGPA, English proficiency test score ( IELTS /TOFEL / DUOLINGO/PTE) SAT / GMAT / GRE,  এর Score অবশ্যই ভালো হতে হবে। এছাও ECA ( Extra Curriculum Activities)  ভালো হতে হবে, একটি ভালো CV থাকতে হবে এবং Motivation Latter এ Clear একটি Vision থাকতে হবে। আর অবশ্যই Deadline এর দিকে খেয়াল রাখতে হবে কারন কিছু কিছু Scholarship এর আবেদন ১ বছর আগে থেকে শুরু করতে হয়। 


আমেরিকার Private Organisation বৃত্তি 


আমেরিকার Government Scholarship এর পাশাপাশি অনেক Private Organisation রয়েছে যেখানে থেকে Scholarship পাওয়ার সম্ববনা রয়েছে। এই স্কলারশিপগুলো তুলনামূলক কম Competitive হয়। এগুলো সাধারণ Tuition fees, Accommodation And Meal cost সহ পড়ালেখার যাবতীয় খরচ বহন করে। এগুলোর মধ্যে অন্যতম হলো Bill Gates Scholarship যেটি প্রতি বছর ৩০০ এর মত শিক্ষার্থী কে দেয়া হয়। 


আমেরিকার ইউনিভার্সিটি স্কলারশিপ 

আমেরিকার প্রায় সকল পাবলিক ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্কলারশিপ প্রোগ্রাম থাকে International Student দের জন্য। এগুলো পাওয়া অনেকটা সহজ এবং প্রায় সবাই পায়। কিন্তু এগুলো ফুল ফান্ডেড স্কলারশিপ না। এগুলো সাধারণত টিউশন ফি এর নির্দিষ্ট একটি Percent কাভার করে থাকে। এগুলো পেতে হলে আপনার GPA / CGPA ভালো হলেই হয়। তবে এই স্কলারশিপ গুলো পাওয়ায় জন্য অনেক সময় Admission Portal ছাড়াও আলাদা একটি Portal এ Scholarship এর জন্য অবেদন করতে হতে পারে সেটি চেক করে নিবেন। আবার অনেক University full funded scholarship অফার করে থাকে সুতরাং চেক করে নিবেন আপনি যে ভার্সিটি তে Apply করবেন। 


আমেরিকায় আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ

HSC শেষ করার পর সাধারণত এই স্কলারশিপগুলো offer করা হয়। এগুলো সংখ্যা তুলনামূলক কম এবং পাওয়া challenging কিন্তু অসম্ভব কিছু না। Usa তে অনেক Undergraduate Scholarship রয়েছে যেগুলো পেলে আপনার পড়াশোনা করা অনেক সহজ হয়ে যাবে যেহেতু আপনার মাথায় টিউশন ফি মেনেজ করার চাপ থাকবে না। এজন্য আপনার Profile ভালো হলে অবশ্যই এই Scholarship গুলোতে Application করবেন। আজকে আমরা জনপ্রিয় কিছু আমেরিকায় আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ এর তালিকা ও বিস্তারিত দিলাম যেগুলো আপনার সকল খরচ বহন করবে। 


List of Undergraduate Scholarship in Usa for Bangladeshi student 


  1. বিল গেটস স্কলারশিপ 

  2. হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ 

  3. বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ 

  4. ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ 

  5. জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ 

  6. SUSI Student leadership program 

  7. হ্যালসেন লিডারশিপ Institution program 


আমেরিকায় মাস্টার্স স্কলারশিপ

আমেরিকায় মাস্টার্স করা অনেক international student এর স্বপ্ন আর এই স্বপ্ন বাস্তবায়নে স্কলারশিপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উচ্চশিক্ষার জন্য অনেক বড় খরছ Manage করতে পারে না অনেকেই তাই scholarship পেলে এই বাধা অনেকটা অতিক্রম করা সম্ভব। আর Scholarship পাওয়ার মাধ্যমে পড়ালেখায় মনোযোগী হওয়া যায় এবং ক্যারিয়ারের লক্ষ্য অর্জনে আরো বেশি সতর্ক হওয়া যায়। অনেক নামী দামি Organisation, Government এসব  স্কলারশিপ দিয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে Talent দের Attract করার জন্য। আমার এখানে কিছু Usa এর Master’s Scholarship এর তালিকা ও বিস্তারিত দিলাম। 


List of Master’s Scholarship For Bangladeshi Student 


  1. ফুলব্রাইট স্কলারশিপ 

  2. বিল গেটস স্কলারশিপ 

  3. বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ

  4. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ 

  5. ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ 

  6. AAUW FELLOWSHIP PROGRAM 

  7. জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ 


ফুলব্রাইট স্কলারশিপ : এই স্কলারশিপটি যুক্তরাষ্ট্রের একটি সম্মানজনক স্কলারশিপ এবং অনেক ডিমান্ডেবল। এটি টোট্ল ১৪৬ টি দেশের মধ্যে দেয়া হয়। এটি একটি মার্স্টার্স স্কলারশিপ। এখানে বিজনেস, সোস্যাল সাইন্স, ফ্যাশন ডিজাইন সাহ নানা Subject পেয়ে যাবেন। যেহেতু এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ তাই এখানে আপনার টিউশন ফি এর পাশাপাশি Living cost ও বহন করা হবে এছাড়াও বিভিন্ন প্রাকার সুযোগ সুবিধা ও দেয়া হবে। এই স্কলারশিপ পেতে হলে আপনাকে Ielts এ ৭.৫ পেতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয় এই স্কলারশিপ এর অবেদন অনেক লম্বা প্রসেস। এক বছরের উপর সময় লাগে তাই Deadline এর প্রতি খেয়াল রাখবেন। 


বিল গেটস স্কলারশিপ : এটি একটি অনার্স স্কলারশিপ। তাই যারা hsc পাশ করেছেন তারা চাইলে আবেদন করতে পারেন। প্রতিবছর July থেকে Application শুরু হয়। এই স্কলারশিপ আপনকর টিউশন ফি, লিভিং কস্ট সব কিছু বহন করবে। প্রতি বছর ৩০০ স্টুডেন্ট কে এই স্কলারশিপ দেয়া হয়। 


বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ: নাম শুনেই বুঝে গেছেন যে এটি কোন organisation এর স্কলারশিপ না এটি একটি বিশ্ববিদ্যালয় এর স্কলারশিপ। এর দুটি অংশ রয়েছে (১) trusty scholarship (২) presidential scholarship. 


Trusty scholarship এ আপনি টিউশন ফি waiver পেয়ে যাবেন এবং presidential scholarship এ আপনি yearly 25k doller এর scholarship পেতে পারেন। এটি অর্নার্স, মাস্টার্স, পিএইচডি সবার জন্য । এটির deadline ডিসেম্বর এ হয়ে থাকে। 


স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ : এটি একটি সম্মানজনক স্কলারশিপ। এটি মাস্টার্স ও পিএইচডির students দের জন্য। প্রতিবছর ১০০ student কে এটি offer করা হয়। এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ তাই টিউশন ফি ও লিভিং কস্ট বহন করা হয়। প্রতিবছর অক্টোবরে এর আবেদন শুরু হয়।


ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ : এটি অনার্স, মাস্টার্স, পিএইচডি সব student দের জন্য অফার করা হয়। মেডিকেল, ফাইনান্স, পাবলিক হেল্থ, পাবলিক administration সহ নানা subject রেয়েছে এখানে। 


জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ : এটি একটি সুনামধন্য ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি অনার্স, মাস্টার্স, পিএইচডি সব লেভেলের স্টুডেন্ট দের জন্য offer করা হয়। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে যায়। subject অনুযায়ী requirement vary করে তাই চেক করে apply করুন। 


আমেরিকায় স্কলারশিপ পাওয়ার উপায়


আমেরিকায় স্কলারশিপ পেতে হলে আপনাকে কয়েকটি ধাপ follow করতে হবে। আমেরিকায় scholarship পাওয়ার ধাপগুলো নিচে দেয়া হলো :

  1. এমন একটি scholarship খুঁজুন যেটি আপনার profile এর সাথে ভালো মানায়। 

  2. স্কলারশিপ এর requirement অনুযায়ী documents গুলো  প্রস্তুত করা৷ সব স্কলারশিপ প্রায় এক ধরনের documents এ চায় আর সেগুলো হলো 

  3. Transcript and certificate 

  4. Latter of recommendation এটি এমন টিচার থেকে নিবেন যে আপনার সম্পর্কে ভালো জানে 

  5. Resume তৈরি করা। এমন একটি resume তৈরি করুন যেটি আপনার Academic achievement এর পাশাপাশি Extra curriculum activities গুলো show করে। 

  6. personal statement : এই লেটারটিতে আপনার goal কে clear ভাবে উপস্থাপন করুন অর্থাৎ কেন আপনি এই scholarship টি চান। 

  7. Writing eassy অনেক স্কলারশিপে eassy লিখতে হয়। এটি লেখার খেত্রে সাবধানতা অবলম্বন করুন । prompt টা বুঝে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিন।  


এতক্ষণ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। আমাদের অন্যান পোস্টগুলো পড়ার আমন্ত্রণ রইলো আপনার স্বার্থে। 


আরো পড়ুন : Ielts এর জন্য কি কি বই পড়তে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url