বিদেশে উচ্চশিক্ষার জন্য যে যে কাগজপত্র লাগে | Documents for higher study abroad.
বিদেশে উচ্চশিক্ষা নেয়া প্রত্যেক student স্বপ্ন থাকে কেননা এটি একটি রোমাঞ্চকর জার্নি। বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে একটি student তার academic career কে আরো সমৃদ্ধশালী করতে পারে এবং বিভিন্ন Culture এর মানুষের সাথে মিশে Networking skill বৃদ্ধি করার সুযোগ হয়। যাইহোক উচ্চশিক্ষার উদ্দেশ্য বিদেশে কোন ক্যাম্পাসে পা রাখার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ step সফলতার সাথে complete করতে হয় এবং আপনাকে সতর্কাতার সাথে প্রস্তুতি নিতে হবে। আর এই preparation একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রয়োজনীয় সকল papers আগে থেকেই প্রস্তুত করা। কোন কোন documents লাগবে সেটি নির্ভর করে প্রত্যেক individual এর application এর উপর। আপনার এই documents গুলো আপনার হয়ে আপনার academic সক্ষমতার ব্যাপারে কথা বলে৷ অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় কাগজপত্র manage করা কঠিন হয়ে পড়ে কারন প্রত্যেকটি দেশ, institution এবং course এর উপর ভিত্তি করে কাগজপত্র কম বেশি সাবমিট করা লাগতে পারে। University তে application, scholarship এ application, student visa এর জন্য apply করার ক্ষেত্রে documentation একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন যেটি সুন্দর ভাবে করতে হয়। প্রয়োজনীয় কাগজ সংগ্রহর ব্যার্থ হওয়া আপনার application কে দেরি করতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আপনি ডেডলাইন ও মিস করতে পারেন। এই পোস্টে আমি জানবো বিদেশে পড়তে যেতে কি কি documents দরকার হয়। কোন ডুকমেন্টগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেগুলো সুন্দর করে সাজানো যায় সেটি নিয়ে tips and tricks শেয়ার করবো।
Preparation for study abroad
উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়া একটি পরিবর্তনমূলক journey যার জন্য প্রয়োজন নিখুঁত পরিকল্পনা। নির্দিষ্ট দেশ সিলেক্ট করা থেকে শুরু করে নির্দিষ্ট প্রতিষ্ঠান নিশ্চিত করা, Financially proof করা এবং accommodation নিশ্চিত করা অনেক carefull ভাবে করতে হয়। এছাড়াও রয়েছে সঠিক program সিলেক্ট করা, cultural barrier দূর করা ও প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জন করা৷ এসব কিছু সঠিকভাবে করার জন্য দরকা একটি সঠিক পরিকল্পনা যেটি অনেক আগে হতে করা উচিত। কেউ যদি ব্যাচেলরে বিদেশে পড়তে যেতে চায় তাহলে তার country select করা উচিত ইন্টার ফাস্ট year এ। তার পর ইন্টারে থাকা অবস্থায় তার ভাষাগত দক্ষতা অর্জন করা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা উচিত তাহলে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নটি অনেক smoothly শেষ করা যায়।
documents required for applying in foreign university
বিদেশে পড়াশোনার জন্য প্রথম ধাপ হলো ইউনিভার্সিটিতে application করা। আর application করার জন্য অনেক documents এর প্রয়োজন হয় যেটি University to University and program to program vary করে। কিন্তু কিছু basic কাগজপত্র আছে যেগুলো আপনি যেখানেই apply করেন সব জায়গায় অবশ্যই লাগবে।
list of documents to apply to university.
Valid Passport
Certificates
Academic Transcript
Letter of Recommendation
SOP ( Statement of Purpose)
English Proficiency Test Report
ACT / ACT / GRE / GMAT Score
Bank Statement
Bank Solvency
CV
11. Email Address.
documents required to study abroad,
বিদেশে পড়াশোনা করার জন্য উপরের কাগজ গুলো লাগবে কিন্তু সব গুলো থাকা গুরুত্বপূর্ণ না। এখন আমরা জানবো কোন কাগজ টি কখন ও কেন লাগবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন কোন ডকুমেন্টস জরুরি।
(১) Valid Passport : কোন একটি দেশে প্রবেশ করতে গেলে অর্থাৎ আপনি নিজ দেশের গন্ডি পেরিয়ে অন্য দেশে যেতে চাইলে পাসপোর্ট অবশ্যই লাগবে। এটি আপনার নিজের ব্যাক্তিগত তথ্য বহন করে নিজের পরিচায়ক হিসেবে কাজ করে। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে ও পাসপোর্ট খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট কারন এটি ছাড়া আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। সুতরাং উচ্চশিক্ষার প্লানিং এর প্রথম পার্যায় হওয়া দরকার একটি পাসপোর্ট তৈরি করা। আর যারা পাসপোর্ট অলরেডি তৈরি করেছেন তারা পাসপোর্টের মেয়াদ যদি ১ বছরের কম থাকে তাহলে বাড়িয়ে নিবেন।
(২) Certificates : সার্টিফিকেট বলতে বুঝানো হয় আপনার আগের যত academic অর্জন রয়েছে তার নথী। আর্থাৎ আপনি যদি ব্যাচেলরে আবেদন করতে চান তাহলে আপনার SSC ও HSC এর সার্টিফিকেট সমূহ নিজ নিজ বোর্ড থেকে তুলে নিতে হবে। এছাড়াও সার্টিফিকেট বলতে আপনার শিক্ষাগত জিবনের যেকোন অর্জন এর যদি কোন নথী থাকে সেটি কেও অন্তর্ভুক্ত করা যেতে পারে যেটি extra curriculum activity হিসেবে দেখাতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার সার্টিফিকেট গুলো নিজ নিজ বোর্ড থেকে স্বত্তায়িত করা লাগতে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট সংগ্রহের পর বোর্ডে গিয়ে সত্যায়ন করে নিবেন।
(৩) Academic Transcript : Transcript হলো আপনার নম্বরপত্র। অর্থাৎ আপনার বিগত বোর্ড পরিক্ষাগুলো নম্বরপত্র আপনাকে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। নম্বরপত্রে আপনার মার্কস, GPA সব কিছু সুন্দর ভাবে উল্লেখ থাকে। কিছু কিছু ক্ষেত্রে আপনার Marksheet / Transcript গুলো কে বোর্ড থেকে সত্যায়ন করা লাগতে পারে।
(৪) Letter of Recommendation : এটি খুবই গুরুত্বপূর্ণ একটি letter. ব্যাচেলরে ১ বা সর্বোচ্চ দুইটি recommendation এর প্রয়োজন হতে পারে৷ এগুলো আপনার কলেজের অধ্যক্ষ মোহদয় থেকে ১ টি এবং বাকি গুলো কলেজের প্রফেসর থেকে যিনি আপনার personality, work ethics and future vision সম্পর্কে clear ধারণা রাখেন৷ এটি এমন একটি পেপার্স যেখানে অন্য ব্যাক্তি আপনার হয়ে কথা বলে। যারা ব্যাচেলর শেষ করে মাস্টার্সে আবেদন করবেন তারা আপনার লাস্ট ইউনিভার্সিটির প্রপেসর থেকে একটি নিবেন বাকি একটি আপনার কোন একজন কলিগ থেকে নিবেন।
(৫) SOP( Statement of Purpose) : একটি সাজানো গোছান sop আপনার application কে অন্যান candidate দের থেকে আলাদা করে তুলে। কারন এই রকম অনেক স্টুডেন্ট থাকতে পারে যাদের academic result আর আপনার রেজাল্ট সেম। কিন্তু এই লেটার টিতে আপনি যদি নিখুঁত ভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কে সাজাতে পারেন এবং আপনি যদি প্রমান করতে পারেন কিভাবে আপনার কোর্সটি আপনার future goal and aspiration এর সাথে connected তাহলে আপনি scholarship ও পেতে পারেন admission team এর পক্ষ থেকে।
(৬) Proficiency Test Report : এটি আপনার ইংরেজিতে কথা বলা, শুনা, পড়ে বুঝা ও লেখার সক্ষমতা যাচাই করে। বিভিন্ন পরিক্ষা রয়েছে যেমন IELTS, TOFEL, PTE, DUOLINGO ইত্যাদি। আপনারা institution যে test accept করে এবং আপনার ব্যাক্তিগত পছন্দের উপর ভিত্তি করে যেকোন একটি test দিলেই হবে।
(৭)ACT / ACT / GRE / GMAT Score : এই পরিক্ষাগুলো বেশির ভাগ ক্ষেত্রে optional. কিন্তু আপনি যদি উচ্চশিক্ষার জন্য Usa তে apply করেন তাহলে আপনার এই exam গুলো দিলে অনেক ভালো হবে কারন এখানে অনেক University এই exam গুলো তাদের admission requirement হিসেবে দেয় এবং অনেক University তে এগুলোর উপর scholarship দেওয়া হয়।
আরো পড়ুন : আমেরিকার সেরা স্কলারশিপ সমূহ
(৮) Bank Statement : বিদেশে scholarship ছাড়া পড়ার জন্য নিজের অর্থনৈতিক সক্ষমতা প্রমান করার জন্য ব্যাংকে নির্দষ্ট পরিমান অর্থ দেখাতে হয়।
বিদেশে পড়ার জন্য ব্যাংকে কত দেখাতে হয় : এটি নির্ভর করে আপনার দেশ ও ইউনিভার্সিটির উপর। এখানে আপনাকে ১ বছরের টিউশন ফি, লিভিং কস্ট হিসেব করে দেখাতে হয়। আমেরিকার ক্ষেত্রে ৪৫/ ৫০ লাখ টাকা দেখাতে হয় কিন্তু অন্যান দেশে আরো কম দেখালেও হয়।
(৯) Bank Solvency : এটিতে আপনার ব্যাংক একাউন্ট রিলেটেড তথ্য থাকে। যেমন আপনার একাউন্টটি কবে খোলা হয়েছে, কতো টাকা আছে, কতোদিন থেকে টাকা আছে, কার নামে আছে এসব জিনিস।
(১০) CV : বিভিন্ন ক্ষেতে আপনার একটি CV তৈরি করতে হতে পারে। এখানে আপনার academic qualification গুলো, previous work experience, skills, interest সহ যাবতীয় গুনাগুন show করতে হবে তাহলে আপনার admission পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
(১১) Email Address : একটি valid email লাগবে যেটি দিয়ে admission team আপনার সাথে যোগাযোগ করবে।
Documents for student visa
Academic Certificates
Transcripts
Passport
Picture
Bank Statement
Bank Solvency
LOR
SOP
Extracurricular Activities
Sponsor
Sponsor Affidavit
CV
IELTS
এই পোস্টে আমরা আলোচোনা করেছি বিদেশ যেতে কি কি কাগজ লাগে, অর্থাৎ স্টুডেন্ট ভিসায় বিদেশে যেতে যেসব ডকুমেন্টস লাগে। এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।
আরো পড়ুন : 5 cheap country in Europe for student.