IELTS এর জন্য প্রয়োজনীয় বই | ielts book list in bangladesh | Cambridge ielts book price in Bangladesh

 IELTS পরিক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিক্ষার্থী ভুল বই পড়ার মাধ্যমে অনেক সময় অনেক টাকা, শ্রম ও মূল্যবান সময় নষ্ট করে ফেলে৷ বাজারে শত শত মানহীন বই এর মধ্য থেকে সঠিক বই বাচাই করে পড়া নতুন অবস্থায় একটি শিক্ষার্থীর জন্য Challenging একটা কাজ। এই পোস্টের মাধ্যমে তোমরা জানতে পারবা Ielts এর জন্য প্রয়োজনীয় বই গুলো, Book list for ielts in Bangladesh এছাড়াও জানতে পারবা Ielts এর জন্য কোন বই এর প্রস্তুতি নিতে হবে যেন তুমি এই পরিক্ষায় Band 9 পেতে পারো। যদি তুমি এইমাত্র Ielts এর Preparation শুরু করে থাকো অথবা Already বেশ কয়েকমাস ধরে প্রস্তুতি নিতেছো তারপরও এই বই গুলো তোমার জন্য পড়া অবশ্যক। আবার অনেক Ielts এর নির্দিষ্ট কোন Module এ উন্নতি করতে পারতেছে [ Reading, Listening, Writing, Speaking ] তাদের জন্যও রয়েছে Ielts book suggesting যেগুলো পড়ে তারা তাদের Score বাড়াতে পারবে। এই বই গুলো Follow করে আমাদের শতশত Student তাদের desire score পেয়েছে, সুতরাং তুমি পাবা এই আশা রাখি। 

Ielts book list, ielts জন্য প্রয়োজনীয় বই।

Ielts এর জন্য প্রয়োজনীয় বই


অনেকে মনে করেন Ielts পরিক্ষা অনেক কঠিন অনেক জটিল প্রশ্ন করে, তাই তারা ৫/১০ টা English Grammar বই মুখস্থ করার কথা ভাবে এবং কিছু Sheet মুখস্থ করে তারা Ielts এ ভালো করতে চায়। আসলে এগুলো কোন কিছুই Real Exam এ কাজে আসে না কারন সেখানে আপনার Memorization Skill test করা হয় না আপনার English কে As a Language হিসেবে Use করার ability যাচাই করা হয়। সুতরাং এখানে Gramer বই মুখস্থ করে কোন লাভ না কারন Gramer ও Test করা হয় না। কিন্তু অবশ্যই English Gramer এর কিছু Topics গুরুত্বপূর্ন সেগুলো নিচের লিংক থেকে দেখে নিন। 


Grammar For Ielts Exam. 


এই Test এ আপনাকে ভালো করতে হলে আপনার দরকার ২ টা Skill

 (1) Language Skill

 (2) Mental Skill 


Language  skill : হলো English কে অপনি কতটুকু Use করতে পারেন সেটি। যেমন আপনি English এ কতটুকু কথা বলতে পারেন অথবা পড়ে বুঝেন, শুনে বুঝেন অথবা লিখতে পারেন কতটুকু। সঠিক বই ও Practice এর মাধ্যমে এ Language Skill টি অর্জন করা সম্ভব। আপনি যদি Ielts পরিক্ষার জন্য পড়ার রুটিন দেখতে চান তাহলে নিচের লিংক Visit করুন। 


Study Plan For Ielts And Routine 


Mental Skill : হলো আপনি Exam hall এ কতটুকু চাপ সমলাতে পারেন। আপনি কতটুকু Intellectual Thinking And Complex Thinking করতে পারেন। এর জন্য ও কিছু বই আছে যেগুলো পড়লে Exam hall চাপ মুক্ত থাকবেন এবং নিচের Best Performance দিতে পারবেন। অনেক সময়ে অনেকে বাসায় Practice করার পর Band 7 / 8 পায় কিন্তু Exam hall এ গিয়ে 5.5 অথবা 6 পেয়ে যায় কারন তারা Mentally Strong না। 


সুতরাং, Ielts এর জন্য অপ্রয়োজনীয় বই পড়া থেকে বিরত থাকুন ও যে বই গুলো পড়া উচিত শুধু সেগুলো পড়ুন। কারন অনেক বেশি অপ্রয়জনীয় বই পড়লে অপনি Fake Information এ Confused হয়ে যাবেন এবং আপনি আরো বেশি ভয় পাবেন, এজন্য Mentally Strong হতে পারবেন না ও Exam এ Poor Score করবেন।


Ielts book list in bangladesh


  • Cambridge Ielts Book (1 - 19) 

  • Cambridge Official Guide 

  • Ielts Writing Task 1 and Task 2 - Rachel Mitchell

  • Makkar Ielts Academic Writing Graph

  • Makkar Ielts Academic Essays 

  • Makkar Ielts Speaking 

  • Cambridge Grammar For Ielts

  • Vocabulary For Ielts 

  • Common Mistakes In Ielts 


Ielts book list টা দেখে অনেকর কাছে ভয় লাগতে পারে যে এতো বই পড়া লাগবে?  তাদের জন্য নিচে প্রত্যেটি বই সম্পর্কে আলাদা করে বিস্তারিত বলা হলো যে আপনি Decision নিতে পারেন যে Ielts এর জন্য কোন বই গুলো অবশ্যই পড়া উচিত কোন গুলো না পড়লেও হবে। 


Cambridge Ielts Book (1 - 19) : Cambridge University থেকে প্রতি বছর ১ টি করে বই বের করা হয় ielts এর জন্য। এই বইতে মোট 4 টি Real Eaxm এর Question set থাকে। এই বই গুলো Solve করা প্রত্যেকের জন্য অপরিহার্য। 


কেমব্রিজ আইএলটিস এর বই কয়ট পড়তে হবে : এটা নির্ভর করে আপনার হাতে কতো সময় আছে তার উপর। সাধারণত মানুষ Cambridge 10 থেকে Cambridge 19 পর্যন্ত করে। কিন্তু এখানে ধরাবাধা কোন নিয়ম নাই আপনার যত ইচ্ছে করবেন যত বেশি করবেন তত ভয় দূর হবে Experience বাড়বে।


Cambridge Ielts এর বই গুলোর দাম কতো : বই গুলোর দাম তেমন বেশি না। আপনি যদি লোকাল বাজার থেকে কিনেন তাহলে প্রতি পিস বই এর মূল্য ৫০ টাকা করে পড়বে। আর যদি British Council থেকে কিনেন তাহলে অনেক বেশি দাম পড়বে। সবাই লোকাল মার্কেট থেকেই কিনে।


Cambridge Official Guide : বইটি একটি Official Guide। এই বই তে A to Z Ielts এর সব কিছু হাতে কলমে শিখানো হয়েছে। এই বইটির অর্ধেধ হলেও শেষ করার চেষ্টা করবেন। আপনি যদি Cambridge এর বই গুলো Solve করতে গিয়ে তেমন ভালো না করতে পারেন তাহলে এই বই এর প্রথম ১৫০ পৃষ্ঠা ভালো করে পড়ে নিবেন। 


Cambridge Official Guide এর দাম কতো


এই বইটি যেকোন লাইব্রেরিতে পেয়ে যাবেন। বইটির দাম মাত্র ২০০ টাকা৷ 


Ielts Writing Task 1 and Task 2 - Rachel Mitchell : এই বইটি একজন Writer এর। বইটি অনেক ছোট ও পাতল। বইটিতে Writing task 1 ও 2 সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে। আপনি Writing এ ভালো করতে চাইলে বইটি কিনতে পারেন। দাম মাত্র ১০০ টাকা। 


Makkar Ielts Academic Writing Graph : বইটি রাইটিং task 1 সম্পর্কে লিখা হয়েছে। এখানে ৩০০ এর মত Sample Answer আছে। বইটি অর্ধেক হলেও Reading পড়ার Try করবেন। এটির দাম মাত্র ১০০ টাকা।


Makkar Ielts Academic Essays : এটি Ielts রাইটিং   task 2 সম্পর্কে লেখা হয়েছে। এখানে প্রায় ৪০০ টির উপরে Sample Answer রয়েছে যেগুলো পড়লে রাইটিং task 2 তে আপনার ভালো একটি প্রস্তুতি হয়ে যাবে। দাম মাত্র ২০০ টাকা।


আরো পড়ুন : writing book list 


Makkar Ielts Speaking


বইটি Ielts স্পিকিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। বইটিতে আলাদাভাবে Speaking part 1,2 ও 3 এর জন্য প্রশ্ন ও উত্তর দেওয়া আছে যেগুলো প্র্যাকটিস করলে ভালো করা সম্ভব। এটির দাম মাত্র ১০০ টাকা। 


Cambridge Grammar For Ielts :


এই বইটিতে আইএলসের জন্য প্রয়োজনীয় গ্রামার নিয়ে আলোচনা করা হয়েছে। এটিতে প্রচলিত Style থেকে একটু ভিন্ন Style এ  গ্রামার শিখানো হয়েছে। বইটির দাম মাত্র ১৫০ টাকা।


Vocabulary For Ielts : Ielts এর রিডিং পেসেজগুলোতে অনেক জটিল শব্দের অর্থ থাকে। বইটিতে শুধু Ielts এ আসতে পারে এমন শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে। এটির দাম মাত্র ১০০ টাকা


Vocabulary For Ielts : এ বইটি লিখেছেন একজন বিদেশি লেখ।  বইটিতে আলোচনা করা হয়েছে স্টুডেন্টরা Ielts exam যে সব ভুল করে থাকে তা নিয়ে।  আপনি বইটি পড়লে আশা করা যায় আপনি ভুলগুলো আর করবেন না এবং আপনার ভালো স্কোর করার সম্ভবনা বেড়ে যাবে। বইটির দাম মাত্র ৫০ টাকা এটি একটি ছোট বই। 


আইএলস এর জন্য কোন বই প্রস্তুতি নিতে হয়


উপরে যে বইগুলো উল্লেখ করা হলো এগুলো পড়লে আশা করা যায় আপনি Ielts এ অনেক ভালো একটি Score করতে পারবেন। এর বাহিরে তেমন আর কোন বই পড়ার দরকার নেই। এগুলো যথেষ্ট band 9 পাবার জন্য। 


Cambridge ielts book price in 
Bangladesh


Ielts এর জন্য ক্যামব্রিজের বই গুলোর দাম তেমন বেশি না। একটি বইয়ের দাম মাত্র ৫০ টাকা এবং সবগুলোই একসাথে কিনলে আমাদের থেকে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও অফিশিয়াল গাইড এর দাম মাত্র ১৫০ টাকা। এছাড়াও Ielts এর যে গ্রামারটি রয়েছে সেটির দাম মাত্র ১৫০ টাকা। সব মিলিয়ে সবগুলো বই এর প্যাকেজ কিনলে মাত্র আড়াই হাজার টাকার মধ্যে আপনি ক্যামব্রিজের সব পেয়ে যাবেন। আমরা সারা দেশে হোম ডেলিভারিতে পোঁছে দিই। 


আরো পড়ুন : ইউরোপে পড়ার জন্য সেরা দেশসমূহ


Ielts book pdf Bangla version


ক্যামব্রিজ Ielts এর বই গুলোর অনেক পিডিএফ version আপনি অনলাইনে পেয়ে যাবেন। আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল অথবা গুগলে চার্চ করলেই পাবেন। 


ielts practice book : উপরে যে বইগুলোর কথা হয় বলা হয়েছে আপনি এগুলো নিয়ম মত ভালো করে প্র্যাকটিস করলে ভালো একটি score করতে পারবেন। আপনাকে প্রতিদিন টাইম দিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলে ভালো স্কোর করা সম্ভব।


ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। আশা করি আপনার উপকার হয়েছে। 


আরো পড়ুন : আমেরিকার সেরা ১০ টি স্কলারশিপ। 



Next Post
No Comment
Add Comment
comment url