কম খরচে ইউরোপে পড়ালেখা করার জন্য ৫ টি সেরা দেশ। 5 Cheap European Country for higher Study
উচ্চশিক্ষার জন্য ইউরোপ শিক্ষার্থীদের নিকটে সাম্প্রতিক সময়ে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠেছে কারন ইউরোপ ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এবং Academic ভাবে অনেক সমৃদ্ধ। কিন্তু, উচ্চশিক্ষার জন্য প্রয়োজন মোটা অংকের টাকা যেটির ভার বহন করা Middle class ফেমিলির জন্য অসম্ভব। সুভাগ্যবশত, ইউরোপের কিছু দেশ খুব সামান্য একটি খরচে বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে যেটির পরিমান আমেরিকা বা কানাডা থেকে অনেক কম হয়ে থাকে। আজকের এই পোস্টে আমরা ইউরোপের ৫ টি দেশ নিয়ে কথা বলবো যেখানে উচ্চশিক্ষায় খুব কম পরিমান টাকা খরচ হয়। এই দেশ গুলো শুধু কম খরচে উচ্চশিক্ষারই সুযোগ দেয় না বরং তারা একটি শক্তিশালী স্টুডেন্ট কমিউনিটিতে নিজেকে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয় এছাড়া ও সমৃদ্ধ ইতিহাস খুব কাছে থেকে জানার সুযোগ দেয় এবং এমন অভিজ্ঞতা অর্জন করা যায় ক্যাম্পাস থেকে যেটি ক্লাসরুমের বাহিরের দুনিয়ায় অনেক গুরুত্বপূর্ণ। হতে পারে তুমি চাও তোমার Academic career কে আরো সমৃদ্ধশালী করতে, অথবা নিজেকে নতুন পরিবেশে তুলে ধরতে চাও, শিক্ষার পিছনে বাবা-মার উপার্জনের সব অর্থ ব্যায় না করে সঞ্চয় করতে চাও তাহলে এ দেশ গুলো তোমার জন্য। পোস্ট টি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো এবং মিলিয়ে নাও কোনটি তোমার সাথে ভালো য়ায়।
ইউরোপে উচ্চশিক্ষা
ইউরোপে পড়াশোনার কথা শুনলেই আমরা মনে করি লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। বাস্তবে আসলে আরো অনেক কম খরচেও ইউরোপে পড়ালেখা করা যায়। এছাড়া ও কিছু ইউরোপীয়ান দেশ আছে যেখানে কোন টাকা পয়সা ছাড়াই লেখাপড়া করা যায়। ইউরোপ উচ্চশিক্ষা অর্জনের অনেক সুবিধা রয়েছে যেমন পড়ালেখার পর সেখানে কাজের সুযোগ ও নাগরিকত্ব পাবার সুবর্ন সুযোগ থাকে।
ফ্রিতে ইউরোপে পড়ালেখা করা যায়
কিছু কিছু ইয়োরোপীয়ান দেশ রয়েছে যেখানে আপনি টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন। এছাড়াও অসংখ্য স্কলারশীপ ও বৃত্তি রয়েছে যেগুলো পাওয়ার মাধ্যমে আপনি ইউরোপে ফ্রিতে পড়াশোনা এবং থাকা ও খাইতেও পারবেন। কিন্তু এসব স্কলারশিপ পাওয়া অনেক কঠিন কারন ইউরোপে সারা পৃথিবী থেকে হাজার হাজর স্টুডেন্ট Apply করে থাকে। তাই আপনার Student profile ভালো না হলে আপনি স্কলারশিপ এর জন্য মনোনীত হবেন না। কিন্তু চিন্তার কিছু নেই আপনার জন্য আমার ৫ দেশ নিয়ে আজ কথা বলবো যেখানে নাম মাত্র খরচে পড়া সম্ভব।
আরো পড়ুন : ielts করতে কি কি বই পড়া লাগে
ইউরোপের কোন দেশে টিউশন ফি ফ্রি
বেশ কয়েকটি ইউরোপীয়ান দেশে টিউশন ফি ফ্রি৷ অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়ার জন্য আপনাকে কোন টাকা পয়সা খরচ করতে হবে না। আপনি ইউনিভার্সিটির ফান্ডিং এ পড়ালেখা করবেন। ইউরোপে দুটি দেশে টিউশন ফি ফ্রি। অর্থাৎ ইউরোপের দুই দেশে আপনি ফ্রিতে পড়ালেখা করতে পারবেন। দেশ দুটি হলো
জার্মানি ( Germany)
নরওয়ে ( Norway / Iceland)
জার্মানিতে পড়ালেখা : জার্মানির বেশিরভাগ ইউনিভার্সিটি গর্ভারমেন্ট ফান্ডেড। অর্থাৎ সেসব ইউনিভার্সিটির যাবতীয় খরচ জার্মানির সরকার বহন করে এবং International student দের জন্যও। কিন্তু বর্তমানে অনেক ইউনিভার্সিটি আস্তে আস্তে টিউশন ফি এড করা শুরু করছে তাই যারা জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে ভাবচেন দ্রুত আবেদন করুন। কারন জার্মানির এমবাসির ডেট পেতে ২ বছর সময় লাগে তাই অনেক শিক্ষার্থী জার্মানিতে যেতে পারে না। কিন্তু আপনি দ্রুত Process শুরু করলে আপনি পারবেন। এছাড়াও জার্মানির Living cost মাত্র ৪০০ থেকে ৬০০ Euros [ Monthly ] যেটা অন্যান দেশ থেকে তুলনামূলক কম। এছাড়াও Student অবস্থায় আপনি পার্ট টাইম জব করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
উচ্চশিক্ষার জন্য নরওয়ে
আমরা অনেকে এই দেশটি সম্পর্কে বেশি জানি না। জানলেও আমারা এটির ভৌগলিক সুন্দর্যের জন্য জানি কিন্তু Higher Study requirement গুলো সম্পর্কে Well aware না।
জার্মানির মত নরওয়েতেও টিউশন ফি ফ্রি। কিন্তু এটি শুধু মাত্র যারা মাস্টার্সে Application করবে তাদের জন্য প্রযোয্য Bechelor এর জন্য না।
কেউ bechelor এ Iceland যেতে চাইলে তাকে Tuition fee দিতে হবে। এছাড়াও ১৩ বছরের Study complete থাকতে হবে। অর্থাৎ আপনি যদি HSC দিয়ে নরওয়েতে Bechelor করতে চান আপনি পারবেন না কারন HSC পর্যন্ত ১২ বছর। সুতরাং, আপনাকে বাংলাদেশ থেকে ১ বছর ইউনিভার্সিটি শেষ করে তারপর Apply করতে হবে।
নরওয়েতে living cost অনান্য ইউরোপীয়ান দেশের তুলনায় কম। এখানে জন প্রতি মাসিক ৪০০ থেকে ৫০০ ইউরো খরচ হতে পারে তাই Student জন্য Afford করা সহজ।
কোন দেশে সবচেয়ে কম খরচে মাস্টার্স করা যায়
মাস্টার্স করার জন্য আপনার অবশ্যই Ielts ও Bechelor কমপ্লিট থাকতে হবে। কম খরচে মাস্টার্স করার জন্য দুটি দেশ সেরা
জার্মানি
নরওয়ে
কারন এসব দেশে টিউশন ফি দিতে হয় না। এছাড়াও ইতালির অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফ্রি মাস্টার্স এর জন্য। যারা Scholarship পাবার যোগ্য না তারা এসব দেশে ট্রাই করতে পারেন।
ইউরোপের সবচেয়ে কম খরচে পড়াশোনা করার দেশ কোনটি
ইউরোপে কম খরছে পড়ার অনেক দেশ রয়েছে। তন্মধ্যে আমরা উপরে দুটি দেশ নিয়ে আলোচনা করছি যেখানে Tuition fee একদম ফ্রি। এছাড়াও কিছু দেশ আছে যেখানে আপনারা নাম মাত্র খরছে পড়তে পারবেন। যেহেতু খরচ তুলনামুলক কম তাই আপনি এসব দেশে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে টিউশন ফী ও Living cost মেনেজ করে কিছু টাকা Saving করতে পারবেন।
List of cheap European Countries for higher study - কম খরচে ইউরোপের সেরা দেশগুলো
উপরের দুটি দেশ ছাড়াও আপনি সামন্য খরছে পড়ালেখার জন্য ইউরোপে পাড়ি জমাতে পারেন। আজকে আমরা ৫ টি কম খরচে সেরা ইউরোপীয়ান দেশ নিয়ে কথা বলতেছি। আমাদের আজকের লিস্টের বাকি ৩ টি সেরা ইউরোপীয়ান দেশ হলো
ক্রোয়েশিয়া ( Croatia)
অস্ট্রিয়া ( Austria)
সুইজারল্যান্ড [Switzerland]
ইউরোপের সবচেয়ে কম খরচে ভিসা পাওয়া যায় কোন দেশে
উপরের এই ৩ টি দেশে অর্থাৎ Croatia, Austria, Switzerland এ খুব অল্প খরছে পড়ালেখা করা যায়। এগুলো পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম জব করে টাকা উপার্জন করে আপনি নিজের খরচ নিজে মিটিয়ে বাড়িতে পাঠাতে পারবেন। এছাড়াও এসব দেশে পড়াশোনা শেষ করে নাগরিকত্ব পাওয়াও সহজ।
উচ্চশিক্ষায় ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া ইয়োরোপের অন্যতম একটি দেশ। সাম্প্রতিক সময়ে এটি সেনজেন এর অর্ন্তভুক্ত হয়েছে। ফলে আগের তুলনায় ক্রোয়েশিয়াকে এখন মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে। এখানে আপনারা Bechelor, Master’s, PHD এর জন্য আবেদন করতে পারবেন।
ক্রোয়েশিয়া যেতে কতো টাকা লাগে
ক্রোয়েশিয়া ইয়োরোপের মধ্যে কম অন্যতম একটি দেশ যেখানে টিউশন ফি অনেক কম। এখানে পাবলিক ভার্সিটিগুলোতে টিউশন ফি ১০০০ থেকে ৪০০০ ইউরো এর মতো হয়ে থাকে। তাই বাংলাদেশ থেকে আপনি যদি কম খরচে ইউরোপে স্টুডেন্ট ভিসায় যেতে চান ক্রোয়েশিয়াকে আপনার লিস্টে রাখতে পারেন।
ক্রোয়েশিয়ার লিভিং কস্ট কতো
সিঙেল ব্যাক্তির জন্য এদেশে লিভিং কস্ট অনেক কম। মাত্র ২৫০ ইউরো থেকে ৪০০ ইউরো এর মধ্যে এক মাস চলা যাবে। অবশ্য লিভিং কস্ট নির্ভর করে ব্যাক্তির উপর।
ক্রোয়েশিয়ায় ইনকাম কেমন
ক্রোয়েশিয়ায় Student অবস্থায় আপনি পার্ট টাইম জব করতে পারবেন। কতো টাকা ইনকাম করতে পারবেন এটা নির্ভর করে আপনার Skill কেমন। সাধারণত রেস্টুরেন্টে জব করে মাসে ৮০০ থেকে ১০০০ ইউরো ইনকাম করা যাবে।
উচ্চশিক্ষায় অস্ট্রিয়া
যারা ইউরোপে ফ্রি পড়ালেখা করতে চান তারা এদেশটি টার্গেট করতে পারেন। এখানে বেশির ভাগ ভার্সিটির টিউশন ফি ফ্রি। ব্যাচেলরে এখনে ইংলিশ কোর্স নেই বললেই চলে পাবলিক ভার্সিটিতে। অন্যান ইউরোপীয় দেশের মত এখানে ব্যাচেলরে ১৩ বছর Study Complete করা লাগে। মাস্টার্সে ইংলিশ কোর্স রয়েছে। এটি জার্মানির পাশের দেশ।
অস্ট্রিয়া যেতে কতো টাকা লাগে
অস্ট্রিয়ার পাবলিক ভার্সিটিতে কোন টিউশন ফি নাই। এখানে শুধু আপনাকে একটি ফ্রি দিতে হবে সেটি হলো ইউনিয়ন ফি যেটি ৫০০ ইউরো এর মতো।
অস্ট্রিয়ায় লিভিং কস্ট কতো
অস্ট্রিয়ার লিভিং কস্ট মোটামুটি কম। এখানে একজন ব্যাক্তি মাসে ৫০০ থেকে ৮০০ ইউরো খরচ করলেই খুব ভালো ভাবে থাকতে পারবে।
অস্ট্রিয়ায় ইনকাম কেমন
পার্ট টাইম জব করে অস্ট্রিয়ায় মাসে ১০০০ থেকে ১৫০০ ইউরো উপার্জন করা সম্ভব। আর Summer Vacation এ ফুল টাইম করে অনেক বেশি ইনকাম করা যাবে।
Best european country for student visa
উচ্চশিক্ষায় সুইজারল্যান্ড
প্রকৃতিক সুন্দর্যের নিলাভূমি সুইজারল্যান্ডে কে না পড়তে চায়। কিন্তু এখানে খরচ অন্যান দেশের তুলনায় বেশি হওয়ার কারনে Student রা আসতে ভয় পায়। কিন্তু এখানে সব University এর খরচ কিন্তু বেশি না। আপনারা Research করে দেখতে পারেন অনেক ভার্সিটিতে কম টাকায় আসা যায়। এছাড়াও এই দেশটি থাকার জন্য পারফেক্ট একটি জায়গা। এখানে সব কিছু নিয়মের মধ্যেই হয়ে থাকে টাইম টু টাইম।
সুইজারল্যান্ড যেতে কতো টাকা লাগে
সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি গুলোর টিউশন ফি ৩ হাজার থেকে ১২০০০ হাজার ইউরো হয়ে থাকে। কিন্তু এখানে আপনার Scholarship ও পেতে পারেন যদি Profile ভালো হয়।
সুইজারল্যান্ড লিভিং কস্ট কতো
সুইজারল্যান্ডের লিভিং কস্ট প্রতি মাসে সিঙেল পারসন এর জন্য ৮০০ থেকে ১২০০ ইউরো হয়ে থাকে।
সুইজারল্যান্ডে ইনকাম কেমন
পার্ট টাইম জব করে এখানে মাসে আপনি ১৫০০ থেকে ২০০০ ইউরো অনায়াসে ইনকাম করতে পারবেন।
আপনার প্রোপাইল বিবেচনা করে উপরের দেশগুলো থেকে যেটি ভালো লাগে Choose করতে পারেন। ধন্যবাদ।
আরো পড়ুন : আমেরিকার সেরা ১০ টি স্কলারশিপ।